জয়ের ফলাফল হাতে পেয়েও মন খারাপ সোহমের

প্রথমবার ভোটে জেতার স্বাদ পেলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে এর সঙ্গে পেলেন দুঃসংবাদও। পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুরে জয়ের খবর পাওয়ার পরই পেলেন দুঃসংবাদটি। অভিনেতা সোহম জানতে পারেন তার শ্যালিকা পারমিতা নাথ আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, গত ২ মে ভোট গণনার দিন কেষ্টপুরের এক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় পারমিতা নাথের ঝুলন্ত মরদেহ। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পারমিতার স্বামী এবং শাশুড়িকে আটক করা হয়েছে। সোহমের স্ত্রী ও পারমিতার বোনের অভিযোগ, শ্বশুরবাড়িতে তার বোনকে নির্যাতন করা হতো।

প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করেছে, দিনের পর দিন চলতে থাকা মানসিক অত্যাচারের ফলে বিষণ্নতা ভুগছিলেন পারমিতা। আর তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। জননেতা হয়ে বিজয়ের উৎসব উদযাপনের আগেই এমন দুঃসংবাদ সোহমকে স্তব্ধ করে দিয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন