প্রতিবছর বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দেশের গর্বিত মায়েদের ‘গরবিনী মা’ সম্মান দিয়ে থাকে। ২০১৪ সাল থেকে তারা এই সম্মাননা দিয়ে আসছে।
পাঁচজন মাকে ‘গরবিনী মা’ সম্মাননা দেয়ার মাধ্যমে এই উদ্যোগটি শুরু হয়েছিল। এ বছর ১০জন মাকে এই সম্মাননা দেয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মা রেহানা মাসউদ। আরো আছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের মা রোখসানা ওয়াহিদ। বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের অভিনেতা ও মডেল সিয়াম আহমেদের মা মাহমুদা বেগম।
এছাড়াও এবার আরও সম্মাননা পেয়েছেন চিকিৎসা, ক্রীড়া, আইন ও বিচার, আইনশৃঙ্খলা, প্রশাসন, সাংবাদিকতা ও মেধাবী ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা সন্তানের মায়েরা।
৯ মে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গরবিনী মায়েদের নাম ঘোষণে করা হয়। অষ্টম বারের মতো সম্মান প্রদান করা হচ্ছে।