স্পেনের মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশি তারকা জয়া আহসান। টলিউডের ‘রবিবার’ চলচ্চিত্রের জন্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বলেন, “মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটাগরিতে অভিনয়ের সেরা পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিলো। ভারত উপমহাদেশের বাইরে আন্তর্জাতিক কোনো পর্যায় থেকে এ-ই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছে। আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা আসে ‘রবিবার’ চলচ্চিত্রে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টো হাতে এল। অসম্ভব সম্মানিত বোধ করছি।”
এই বিভাগে ১৭ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জয়া। দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, “বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে পুরস্কারটি হাতে পেয়েছি। করোনার কারণে পুরস্কারটি আটকে ছিলো। খুব ভালো লেগেছে। আমি পাওয়া মানেই তো বাংলাদেশের পাওয়া। কিন্তু আমার আরও ভালো লাগতো যদি বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এই পুরস্কারটা আমার হাতে আসতো বা অন্য কারও হাতে আসতো।’’
‘রবিবার’ চলচ্চিত্রের পরিচালক অতনু ঘোষ উৎসবে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন। তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে জয়া বলেন, “এই কৃতিত্ব আমার একার নয়, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবার। ভালো লাগছে এই ভেবে যে ছবিতে আমার চরিত্রটি আমার অভিনীত সব ছবির মধ্যে সবচেয়ে কঠিন। মুক্তির পরে ছবিটি দর্শক ভালোবেসেছেন। এরপর আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র সমালোচকদেরও ভালো লেগেছে। এটাও নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। উৎসবের এই বিভাগে বিশ্বের এতজন মনোনয়ন পেয়েছেন যে সেখান থেকে আমার ওপর আলো এসে পড়বে, ভাবতেও পারিনি!’’
‘রবিবার’ চলচ্চিত্রে টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন জয়া। সম্প্রতি তিনি ‘ওডিসি’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।