জোয়া আখতারের পরের সিনেমায় তিন প্রতিশ্রুতিশীল

বলিউডের খ্যাতিমান পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় নায়িকার ভূমিকায় থাকবেন অনন্যা পান্ডে। এছাড়াও এতে অভিনয় করবেন ‘গাল্লি বয়’র অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদি ও ‘দ্য হোয়াইট টাইগার’খ্যাত আদর্শ গৌরব। এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।

 

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ৬ বার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া জোয়া আখতার এই সিনেমার প্রযোজক না পরিচালক হবেন সে সম্পর্কে এখনো জানা যায়নি। এর আগেও ‘গাল্লি বয়’ সিনেমায় জোয়ার নির্দেশনায় কাজ করেছিলেন সিদ্ধার্থ। আর অনন্যা ও আদর্শ গৌরব এই প্রথমবারের মতো জোয়ার সঙ্গে কাজ করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে- এ বছরেই সিনেমার কাজ শুরু হবে।

অন্যদিকে ‘কাপুর এন্ড সন্স’-এর পরিচালক শকুন বাত্রার একটি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ ও অনন্যাকে। সিনেমার নাম ঠিক হয়নি। তবে জানা গেছে ওই সিনেমায় থাকছেন দীপিকা পাডুকোন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন