জেনিফার লোপেজ এর সাবেক প্রেমিক বেন অ্যাফ্লেকের চোখে জেনিফা যেনো এখন সেই চৌত্রিশের তরুণী। বেন অ্যাফ্লকের সাথে জেনিফার প্রেমের সম্পর্ক টিকে না থাকলেও তার বর্তমানে এখনো ভালো বন্ধু।
দীর্ঘ ১৭ বছর আগে বিচ্ছেদ ঘটে মার্কিন অভিনেতা বেন ও জেনিফার। এরপরও পুরনো প্রেমিকার প্রশংসা এখনও ঠিক আগের মতোই।
ইনষ্টাইল সাময়িকীর মে মাসে প্রচ্ছদে এ জুটিকে আবারও এক ফ্রেমে দেখা যাবে। সঙ্গে থাকবেন আরও জনপ্রিয় বেশ তারকারা। তারকাদের সাক্ষাৎকার নেওয়ার সময় বেন অ্যাফ্লেক সাবেক প্রেমিকাকে নিয়ে মন্তব্য করেন সেখানে তিনি বলেন “কোথায় লুকিয়ে রাখো,যৌবনের এই ঝর্ণা ? সেই ২০০৩ সালে যেমনটি ছিলে, এখনও তেমনই আছো। আমাকে দেখ, যেনো চল্লিশের বুড়ো !”
বেন এর মন্তব্য শুনে জেনিফার উত্তর বলেন, “জেলো বিউটি ছাড়া কোনো গোপন মন্ত্র নেই আমার। বেন খুবই মজার! তিনি এখনো অনেক সুন্দর।”
লোপেজ-বেনের প্রেম ছিল এক অন্যরকম ঘটনা। এটা মনে করে লোপেজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “দুঃখ পেয়ে অনেক কেঁদেছি । কিন্তু জীবনে প্রথমবার সেবার আনন্দ কেঁদেছিলাম। পরবর্তীতে দীর্ঘ সময় পর বেনকে ছেড়ে লোপেজ জড়ান মার্ক অ্যান্থনির প্রেমে। এই ফলস্বরূপ পান দুটি যমজ সন্তান মাক্স ও এমি।
সূত্র : এল ডটকম