ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইঙ্গেট। তার অভিনীত প্রত্যেকটি নাটক দর্শকেরা গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় এই অভিনেত্রী। কিন্তু বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল না। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কোথায় আছেন জেনিফার?
সম্প্রতি, এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। মেকআপ ছাড়া একটু অন্য রকমভাবে নিজেকে তুলে ধরলেন তিনি। তবে তাকে এভাবে দেখে অবাক হয়েছেন তার ভক্তরা। ভিডিওতে দেখা যাচ্ছে, জেনিফারের মুখে হাসি নেই, বরং বিষাদের ছায়া।
অভিনেত্রী নিজে এর কারণ জানিয়েছেন। বলেছেন, তিনি একদমই ভাল নেই। আর এই ভাল না থাকার কারণ তার ক্যারিয়ার নয়, দেশের বর্তমান পরিস্থিতি। তিনি বড্ড মানসিক সমস্যায় ভুগছেন। সামজিক যোগাযোগমাধ্যম থেকে তাই দূরে আছেন। সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। জেনিফার আরো বলেছেন, এইরকম পরিস্থিতিতে সকলের উচিত সবার সঙ্গে কথা বলা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।