জুহিকে গুনতে হবে জরিমানা!

৫জি টেলিকম নেটওয়ার্ক নিয়ে আদালতে মামলা করেছিলেন জুহি। ৪ জুন এই মামলা নাকচ করে দিয়েছে আদালত। শুধু তাই নয় আদালত থেকে জুহির ওপর ২০ লাখ রুপি জরিমানা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জুহির মতে, ৫জি টেলিকম প্রযুক্তি পরিবেশ ও সমাজের জন্য খুবই ক্ষতিকর। যার ফলে ক্ষতিগ্রস্ত হবে সমস্ত প্রাণীকুল। এই কারণেই জুহি মামলা দায়ের করেন।

অনলাইন নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামার সূত্রে, আদালতের মতে মামলাটি যারা করেছেন, তারা নিজেরাও এই বিষয়ে তেমন কিছু জানেন না। গত ২ জুন ভার্চুয়াল শুনানির যে লিংকটি জুহিকে দেয়া হয়েছিল তা অভিনেত্রী সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। আদালতের কথায়, শুধু পরিবেশ রক্ষার্থে নয়, জনপ্রিয়তা বাড়াতেই এমন কাজ করেছেন জুহি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন