জীবন মৃত্যুর সন্ধিক্ষনে শ্রবণ রাঠোর

করোনার সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ববাসী। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যে বলিউডের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল, বর্ষীয়ান সংগীত পরিচালক শ্রবণ রাঠোরের কথা। হিন্দুস্তান টাইমস এর সূত্র অনুযায়ী, শিল্পীর পরিস্থিতি সংকটজনক। এসএল রাহিজা হাসপাতালে চিকিৎসাধীন।

সংগীত পরিচালকের পুত্র সন্জীব রাঠোর বলেন, ‘হ্যাঁ, ওনার করোনা রিপোর্ট পজিটিভ। মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি আছেন তিনি।’ শ্রবণের দীর্ঘদিনের বন্ধু নাদিম ইনস্টাগ্রামে অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন শ্রবণ রাঠোর আরোগ্য কামনা করে।

নব্বই দশকের নাদিম-শ্রবণ সারা জাগানো জুটি। ‘আশিকী’, ‘সাজান’, ‘সিরফ তুম’, ‘সড়ক’ দিলওয়ালের মতো অজস্র হিট ছবির সুপারহিট গান কম্পোজ করেছেন এ জুটি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন