পর্নো কান্ডে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রা জামিনের জন্য আবেদন করেন এবং তা নাকচ করে দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাই কোর্ট। তাকে ১৪ দিন কারাগারে থাকতে হবে।
২৭ জুলাই ( মঙ্গলবার) অভিযুক্তের আর্জি শুনে এ রায় দেন উচ্চ আদালত। বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা। তার সহযোগী রায়ান থর্পকেও একই আদেশ দিয়েছে আদালত।
পিঙ্কভিলার খবর, এর আগে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ কানপুরে থাকা রাজ কুন্দ্রার দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। কানপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় রাজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ছিলো।।
রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, পর্নো (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতেও অভিযান চালায়।