প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ‘রুহি’। সম্প্রতি বনি কপূর ও স্বর্গীয় শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূর এর নতুন ছবি ‘রুহি’ মুক্তি পেতে যাচ্ছে। অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন তার এই সিনেমার প্রচার প্রচারণার কাজে। আসছে শুক্রবার ১২ই মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
জাহ্নবী কপূর ছাড়াও এই সিনেমায় দেখা যাবে রাজকুমার রাও ও বরুণ শর্মা প্রমুখ। গত ৯ই মার্চ পরিবারের অনেকের সাথে এবং কলাকৌশল ও নিমার্তাদেরকে নিয়ে ছবটি প্রচার করা হয়েছিল। কাছের এক প্রেক্ষাগৃহে, সেখানে জাহ্নবী নিজেও উপস্থিত ছিলেন। জাহ্নবী কপূরকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি পোশাক পরিধান অবস্থায় কোলে ছোট একটি বাচ্চা। ভিডিওটি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এ তার একজন ভক্ত তাকে উদ্দেশ্য করে প্রচার করেছেন। জাহ্নবী কপূর অভিনয় দেখে দর্শকের মনে সে যেনো নতুন করে আবার জায়গা করে নিলেন। নেটমাধ্যমে তার অসংখ্য অনুরাগীও বাড়লো।
|