তোপের মুখে আয়ুষ্মান খুরানা

ভারতের জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদে বলিউড তারকা আয়ুষ্মান খুরানার একটি ছবি ছাপা হয়েছিল। ছবিতে ‘ভিকি ডোনার’ খ্যাত এই অভিনেতা পুরুষদের সাজের চেনা ছক ভেঙে বেরিয়েছেন। চোখে পরেছেন মোটা কাজল, হাতের নখে মেখেছেন কালো রং। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জেন্ডার ফ্লুইড’, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে নারী বা পুরুষ এমন কোনো লিঙ্গের বেড়াজালে বাঁধতে চান না। সেই ছবিই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে বিপাকে পড়লেন আয়ুষ্মান। তৃতীয় লিঙ্গের মানুষের তীব্র সমালোচনার মুখোমুখি হলেন তিনি।

তৃতীয় লিঙ্গের মানুষদের দাবি, নখে রং মাখলে বা চোখে কাজল পরলেই নিজেকে ‘জেন্ডার ফ্লুইড’ বলা যায় না। কেউ কেউ বলছেন, যে ব্যক্তি বাহ্যিক সাজে নারী-পুরুষের ছক মানে না, তাকে অ্যান্ড্রোজিনাস বলা হয়। আয়ুষ্মান নিজেকে অ্যান্ড্রোজিনাস পরিচয় দিতে পারেন, কিন্তু জেন্ডার ফ্লুইড নয়। তাদের দাবি, এভাবে তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের অপমান করেছেন। কেউ আবার অভিযোগ করেছেন, বলিউড দুনিয়ায় মানুষের বিচিত্রতা ও সূক্ষ্ম অনুভূতির জায়গা নেই। চিরাচরিত নারী এবং পুরুষ লিঙ্গের বাইরের মানুষদের আলাদাভাবে দেখতে পারেন না বলেই আয়ুষ্মান এমন পোস্ট করেছেন বলে মনে করছেন তারা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন