২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহেদ-কারিনা কপূর অভিনীত সিনেমা ‘জব উই মিট’। সেই সময় কারিনা-শাহেদ এর প্রেম ছিল চর্চায়।কিন্তু তখনই শুটিং চলাকালীন সময়েই তাদের বিচ্ছেদ ঘটেছিল। তারপরও তাঁদের জুটির এই সিনেমটি বক্স অফিসে দারুণ সাফল্য নিয়ে এসেছিল। দীর্ঘ ১৪বছর পরেও এখনো গীত-আদিত্যের প্রেমের আলোড়ন এখন রয়েছে।
সিনেমার পরিচালক ইমতিয়াজ আলির কাছে এই সিনেমাটির দ্বিতীয় পার্ট তৈরি করার জন্য অনুরাগী দাবি করেছিলেন। এমনটাই জানিয়েছেন অনেক আগে এক সংবাদমাধ্যমে।এইবার যেনো সেই দাবি জোড়ালো করলেন সিনেমার নায়িকা ‘গীত’ অর্থাৎ কারিনা কপূর নিজেই। অভিনেত্রীর মতে,গীতের চরিত্রের জন্য নির্বাচন করলেন আর্দশ কুশা কপিল।
কিন্তু কে এই কপিলা?খুঁজেই বা পেলেন কোথায়?যাকে গীতের চরিত্রের জন্য উপযুক্ত মনে করলেন অভিনেত্রী কারিনা কপূর নিজেই। আর্দশ কুশাল কপিলা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ভিডিও ক্রিয়েটার। সম্প্রতি কপিলা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি তুলে ধরেছেন, ‘গীত যদি ভাণ্ডিয়ার মেয়ে না হয়ে দক্ষিণ দিল্লির মেয়ে হতো তবে কেমন হত? শেয়ার করা ভিডিও মনে জয় করেছে নেটিজনদের এবং সেই সাথে অভিনেত্রী কারিনা কপূরের নিজেই। অভিনেত্রী পিটিশন দিবেও বলে জানিয়েছেন।