চেহারা নিয়ে কটূক্তির জবাবে টাইগার শ্রফ

নিজের চেহারা নিয়ে বিভিন্ন সময় শোনা নানা কটূক্তির জবাব দিয়েছেন বলিউডের তারকা অভিনেতা টাইগার শ্রফ।

আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর তৃতীয় পর্বের এক প্রোমো ভিডিওতে দেখা যায় তাঁকে। এক মিনিটের এ প্রোমো ভিডিওতে টাইগার শ্রফ এসব কটূক্তির জবাব দেন, বলেন তার পেছনের গল্প।

নন্দিত অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের অভিনয় জীবন শুরু হয় কৃতি সানন-এর সঙ্গে ‘হিরোপান্থি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। ক্রমেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের একজন অ্যাকশন হিরো হিসেবে। তবে ক্যারিয়ারের শুরুতে চেহারা নিয়ে নানা কটূক্তির সম্মুখীন হওয়ার কথা স্বীকার করেন টাইগার।

তিনি বলেন, “(চলচ্চিত্র) মুক্তির আগেও আমাকে নিয়ে অনেক ট্রল করা হতো। লোকে বলতো ‘সে কি নায়ক না নায়িকা? তাকে দেখে মোটেই জ্যাকি দাদার ছেলে বলে মনে হয় না।‘ এসব ছিলো ইচ্ছাকৃতভাবে আমার শক্তিতে আঘাত দেওয়ার চেষ্টা।“

একপর্যায়ে ‘টাইগারের সব আছে, কিন্তু দাড়ি নেই’ – এমন এক কটূক্তির জবাবে নিজের শ্মশ্রুমণ্ডিত মুখের দিকে ইঙ্গিত করেন টাইগার শ্রফ।

“যদি আপনাকে ঠাট্টা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, তার কারণ আপনার কোথাও কোনো ভূমিকা আছে। আমি আজ এখানে আছি দর্শকদের কারণেই… আপনাদের মনে আমার জায়গা প্রথমেই থাকুক যতদিন সম্ভব, এটাই শুধু আমার কাছে জরুরি।‘

টাইগারকে ‘হিরোপান্থি ২’, ‘বাঘি ৪’ এবং নতুন একটি ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র ‘গণপথ’-এ দেখা যাবে শীঘ্রই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন