রুমি জাফরি পরিচালনা এবং আনন্দ পন্ডিত প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘চেহারা’। সিনেমাটি ৯ এপ্রিল, ২০২১ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি,অন্নু কাপূর,রিয়া চক্রবর্তী, সহ আরও অনেকেই। ছবিটির ট্রেইলার প্রকাশিত হওয়ার পর থেকেই শিরোনামে জায়গা দখল করে নিয়েছে এই আসন্ন সিনেমাটি। ছবিটির নির্মাতারা সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে অফিসিয়াল টিজারটি প্রকাশিত করতে যাচ্ছেন।
অভিনেতা অমিতাভ বচ্চন আজ তার টুইটারে ঘোষণা দিয়েছেন ১৮ই মার্চ নতুন টিজারটি আসছে। তিনি শিরোনামে লিখেছেন, ‘ আদালত মে জাস্টিস নেহি,জ্যাজমেন্ট হোতা হে,ইনসাফ নেহি ফয়সালা হোতা হে’। সেই সাথে একটি সিনেমার পোস্টার শেয়ার করেছেন যেখানে অমিতাভ বচ্চনের একটি ছবি। এই ছবিতে অভিনেতা অমিতাভ বচ্চনকে আইনজীবী চরিত্রে এবং ইমরান হাশমিকে ব্যবসায়ী চরিত্রে দেখা যাবে।