গত ৩ জুন তরুণ গায়িকা সাথি খানের ‘বনমালী’ শিরোনামের নতুন একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরপর থেকেই গানটির প্রথম দুই লাইন নিয়ে বির্তক শুরু হয়েছে। গানটি নকল করা হয়েছে এমন অভিযোগ করেছেন সংগীত শিল্পী প্রীতম আহমেদ।
প্রীতম আহমেদ তার ফেসবুকে লিখেছেন, ‘আমার গান “কৃষ্ণলীলা” এর কথা সুর ও আরেকটা লোকগান হুবুহু কপি করে গীতিকার সুরকারের নাম দিয়েছে কাজী শাহিন আর রবিন ইসলাম। এই দুইজন চোরকে আমি চিনিনা। সিডি চয়েস এর এমন কর্মকান্ড দুঃখজনক।’
বির্তকে জড়ানো গানটির কথা ‘কৃষ্ণ করলে লীলা খেলা আর রাধা করলে ঢং, পুরষ মানুষের সবই রাইট হয় আর নারী করলে রং।
প্রীতমের দাবি, ‘বড়লোক করলে সবই রাইট’ এবং ‘গরিব করলে ঢং’ এই কথাগুলো চুরি করে গানটি সম্প্রচার করা হয়েছে।
অপরদিকে গায়িকা সাথি খান দাবি করেছে সংগীতশিল্পী প্রীতম আহমেদের কথা ভিত্তিহীন। সাথি ফেসবুকে লেখেন, ‘মি. প্রিতম ভাই আপনার মতো গুনী শিল্পীর কাছ থেকে এই ধরনের অবান্তর কথা আশা করা যায় না। অন্যদের চোর বলার আগে একটু সাবধান হবেন। নতুবা আপনার চুরি ফাঁস হয়ে যেতে পারে। শুভকামনা আপনার জন্য।’