সালমান খানকে কখনোই সিনেমায় নায়িকাকে চুম্বন করতে দেখা যায় নি। এবার নতুন ছবি ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় ব্যতিক্রম হল। তিনি নায়িকাকে চুমু দিয়েছেন!। তবে অনেকই বলছেন হয়তো এটা সালমান না, অন্য কেউ!
বলিউডের অন্য দুই খান, শাহরুখ ও অমিরের চেয়ে সালমান একদমই আলাদা। আমির খানকে ‘রাজা হিন্দুস্তানী’ ছবিতে কারিশমাকে চুমু খেতে দেখা গেছে। আর শাহরুখ খান ক্যাটরিনা কাইফকে লিপকিস করেছেন ‘জাব তাক হ্যায় জান’ সিনেমায়।
এবার সেই দলে নাম লেখালেন ভাইজান। রাধে ছবিতে তাকে দেখা যাবে অভিনেত্রী দিপা পাটানিকে চুমু দিতে। সম্প্রতি এই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচনার শেষ নেই । পোশাক থেকে শুরু করে সিনেমার গল্প কোনোকিছুই বাদ পড়েনি সমালোচনা থেকে।
প্রকাশিত ট্রেলারের একটি দৃশ্য নজর আটকে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের। সেখানে একটি দৃশ্যে দিশা পাটানিকে চুম্বন করছেন সালমান। অনেকে বলছেন, হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে অনস্ক্রিনে এমন ঘনিষ্ঠ হওয়া সালমানে সাজে না দৃশ্য। আবার অনেকে প্রশ্ন তুলেছেন এটি কি সালমান নাকি তার প্রক্সি?