চা যার নেশা

দ্যা সুইসাইড স্কোয়াড ছবিতে চা পান করছেন মার্গো রবি

হলিউড অভিনেত্রী মার্গো রবির অভ্যাস হলো ‘চা’। শুধু অভ্যাস নয় একেবারে নেশা যাকে বলে! রবি বলেন ‘সারা দিনে তাকে চায়ের পেয়ালাতে মুখ দিতেই হবে। যখন থেকে যুক্তরাজ্যে থাকা শুরু করেছিলাম,তখন থেকেই এ অভ্যাস নিত্যসঙ্গী।’

মার্গো রবি বর্তমানে থাকেন যুক্তরাজ্যে। সম্প্রতি একটি স্বাস্থ্য সংক্রান্ত সাময়িকীকে তাঁর খাবারের সম্পর্কে বিস্তারিত জানান। রবি জানান, সকালে পরিজ থাকে। আর ইমিউনিটি বৃদ্ধি পাওয়ার জন্য কিছু খাবার খাই।দুপুরের খাবারে চিকেন সালাদ থাকে। আর রাতে থাকে আলুর সঙ্গে টুনা মাছ। এছাড়াও তিনি জানান, বিফ বার্গার আর বিয়ারের প্রতি তিনি দারুণ আসক্ত। মার্গো রবির কথায় স্পষ্ট বোঝা যায় তিনি ভোজনরসিক।

ভোজনরসিক হলেও অভিনয়ে দারুণ মনোযোগ এই অভিনেত্রীর। কাজের সময় খাবার ছেড়ে মনোযোগী হয়ে পড়েন লাইট ক্যামেরা এ্যাকশনের মধ্যে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন