আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেত্রী কৃতি সাননের নতুন সিনেমা ‘মিমি’। কিন্তু চার দিন আগেই ২৬ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। কারণ এইদিন ‘মিমি’র এইচডি প্রিন্ট লিক হয়ে যায় অনলাইনে। একাধিক পাইরেটেড সাইটস এবং টেলিগ্রামে ২৬ জুলাই (সোমবার) পাওয়া যাচ্ছিল এই ছবি, তাই কোনো উপায় না খোলা থাকায় বাধ্য হয়ে সিনেমাটি মুক্তি দিতে হয়েছে সংশ্লিষ্টদের।
এদিন প্রযোজক দীনেশ বিজন ইনস্টাগ্রাম লাইভে এসে সিনেমাটি আগাম মুক্তির কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ছবির এই আগাম মুক্তি অভিনেত্রী কৃতী শ্যাননের জন্য জন্মদিনের উপহার। আগামীকাল ২৭শে জুলাই কৃতীর জন্মদিন। প্রযোজক বলেন, ‘যেমন বাচ্চারা অনেক সময় প্রি-ম্যাচিউর হয়েই জন্মায়, তেমন আমাদের ছবিও আগে আসতেই পারে।’
কৃতি-পঙ্কজ ছাড়াও ‘মিমি’তে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠক, স্মিতা জয়কর ও মারাঠি অভিনেত্রী সাই তামহানকর। জাতীয় পুরস্কার জয়ী মরাঠি ছবি ‘মালা আই ভহাছে’র রিমেক ‘মিমি’। এই ছবির জন্য ১৫ কিলোগ্রাম ওজন বাড়িয়েছিলেন কৃতি।