চলচ্চিত্র বাছাইয়ের ক্ষেত্রে চিত্রনাট্য ও চরিত্রে ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলায় জোর দেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
গত কয়েক বছরে দর্শকদের আটটি হিট সিনেমা উপহার দিয়েছেন আয়ুষ্মান। এর প্রত্যেকটিতেই ভারতীয় সংস্কৃতির কোন না কোন দিককে তুলে ধরা হয়। চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে চিত্রনাট্য ও প্রেক্ষাপটের প্রতি নিজের ঝোঁক নিয়ে তিনি বলেন, “আমি এমন গল্প বলার চেষ্টা করি যার মাধ্যমে মূলত ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি কিংবা সৃষ্টির দিকগুলো তুলে ধরা যায়। কারণ আমার ধারণা এর মাধ্যমে আমি শুধু ভারতে নয় সারা বিশ্বের কাছে ভারত তুলে ধরতে পারবো। যার ফলে সারা বিশ্বের মানুষ আমার দেশ সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী থাকবে।“
আয়ুষ্মান আরও বলেন, “বিশ্বব্যাপী যে কেউই তাদের দেশের ভালো প্রতিনিধিত্ব করতে পারে। সেক্ষেত্রে যদি আমি আমার সিনেমার বিষয়বস্তুর মাধ্যমে এটি করি, তাহলে আমি সত্যিই গর্বিত।“
২০১২ সালে অভিষেকে ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন আয়ুষ্মান খুরানা। এরপর তিনি ‘নাউতানকি সালা!’ (২০১৩), ‘বেওয়াকুফিয়ান’ (২০১৪), ‘দম লাগা কে হাইসা’ (২০১৫), ‘মেরি পেয়ারি বিন্দু’ (২০১৭), ‘আন্ধাধুন’ (২০১৮), ‘আর্টিকেল ১৫’ (২০১৯), ‘শুভ মঙ্গল জেয়াদা সাভধান’ (২০২০) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি ‘চণ্ডীগড় কার আশিকি’, ‘ডাক্তার জি’ এবং ‘অনেক’ সহ আরও কিছু চলচ্চিত্রের নির্মাণকাজে ব্যস্ত আছেন।