চলচ্চিত্রে প্রথমবার গান গেয়েছেন জয়া

‘বিনিসুতোয়’ দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে গান গেয়েছেন ঢালিউড তারকা জয়া আহসান।

২০ আগস্ট জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রটি কলকাতার নন্দন মিলনায়তনে মুক্তি পায়। সঙ্গীত পরিচালকের অনুরোধে এই চলচ্চিত্রে ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন বলে জানিয়েছেন জয়া আহসান।

‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে শ্রাবণী বড়ুয়া নামের একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া। তিনি জানান, চলচ্চিত্রের শ্যুটিং শুরুর আগে সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র রবীন্দ্রসংগীতটি গাইতে অনুরোধ করেন তাঁকে। বিশেষ গায়কি অনুসরণ না করে গানটি গাওয়ার চেষ্টা করেছেন জয়া।

জয়ার ভাষায়, ”দেবুদা বললেন, ‘জয়া তোমার টোনটা তো একেবারেই আলাদা। কোনো শিল্পীর সঙ্গে মেলাতে পারব না। তুমি একটু কষ্ট করে রবীন্দ্রসঙ্গীতটা গাও না।‘ এরপর আমি বললাম, ছবির জন্য যদি শ্রাবণী বড়ুয়া গাইছে, তাহলে চরিত্রটি হয়ে আমি গাইতে পারি। তাঁরা বলছেন, সবাই প্রশংসা করছে।“

জয়া আহসানের কণ্ঠে ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ গানটি অন্য মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেবজ্যোতি মিশ্র। তাঁর যুক্তি, বাংলাদেশের বলে জয়ার কথার একটি বৈশিষ্ট্য রয়েছে। তাই আরও বেশি করে তার গলায় এই গান মানিয়েছে। অন্য কেউ গাইলে সেই কণ্ঠে এই গান মানাত না।

অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে জয়া আহসানের বিপরীতে আছেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন