ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত টাইগার

ঘূর্ণিঝড় টাউটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মুম্বাই নগরী। চারিদিকে স্তব্ধতা, বিভিন্ন বিভিন্ন সড়ক পানিতে সয়লাব। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফিল্ম সিটিরও। টাউটের প্রভাব ফেলেছে টাইগার-৩-এর সেটেও। করোনার কারণে বন্ধ ছিল শুটিং, তাই হতাহতের ঘটনা না ঘটলেও সেটের কারনে প্রযোজককে লোকসান গুণতে হচ্ছে।

সেটটি তৈরি হয়েছিল গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডের দুবাই মার্কেটের আদলে। ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যামপ্লয়’র সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সেটের ক্ষতি হলেও, কেউ আহত হয়নি।’

তবে ক্ষতিগ্রস্ত হয়নি সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠওয়াড়ি’র সেট। সঞ্জয় গতবছর বর্ষা থেকে বাঁচাতে পরিচালক চারদিকে মুড়িয়ে রেখেছিলেন। এবার ঠিক এমনটাই করে রেখেছিলেন।

করোনার কারণে মহারাষ্ট্রে চলমান লকডাউনের জন্য পিছিয়ে গেছে অনেক সিনেমার শুটিংয়ের কাজ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন