ঘরেই হবে ঈদ উদযাপন

ঘরেই হবে ঈদ উদযাপন এমনটাই জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। সেই সাথে নিরাপদ থাকারও আহবান জানিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবছর ঈদ আমরা ঘরবন্দী হয়ে কাটাচ্ছি। ঈদ উদযাপন আমরা অবশ্যই করব, আনন্দও করব, কিন্তু নিজ নিজ বাসায়। সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। ‘

এবার ঈদ উপলক্ষ্যে থাকছে এই অভিনেত্রীর বেশ কয়েকটি নাটক। মেহজাবিন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে, মেহজাবিন-আফরান নিশো অভিনীত ‘রাজা’, মেহজাবিন-তাহসান অভিনীত ‘ক্রেডিট শো’, আফরান নিশোর সাথে ‘মেরুন’। নিশোর সাথে আরেকটি নাটক ‘নামকরণ’ এবং অপূর্বের সাথে ‘রক্ত’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন