‘গ্ল্যাডিয়েটর’-এর পরের গল্প

‘গ্ল্যাডিয়েটর’-এর দৃশ্য। ফাইল ছবি

মার্কিন পরিচালক রিডলি স্কট নির্মিত ‘গ্ল্যাডিয়েটর’ চলচ্চিত্রের সিকুয়েল আসছে। এমপায়্যার ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে রিডলি স্কট জানান, বর্তমানে তিনি ‘কিটব্যাগ’ চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। এরপর তিনি ‘গ্ল্যাডিয়েটর টু’ নির্মাণের কাজ শুরু করবেন। বর্তমানে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লেখা হচ্ছে।

বিনোদনভিত্তিক ওয়েবসাইট হলিউড রিপোর্টার সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর মুক্তি পাবে রিডলি স্কটের ‘কিটব্যাগ’। নেপোলিয়নের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স ও জোডি কামার। এছাড়াও ২৬ নভেম্বর রিডলির ‘হাউজ অব গুচি’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচি ব্র্যান্ডের এক সময়কার প্রধান মরিজিও গুচির হত্যাকাণ্ড নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এতে থাকছেন লেডি গাগা, আল পাচিনো, অ্যাডাম ড্রাইভার, জারেড লেটো ও জেরেমি আয়রন।

২০০০ সালের ৫ মে মুক্তি পায় হলিউড তারকা রাসেল ক্রো অভিনীত ‘গ্ল্যাডিয়েটর’। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৪৫৭ মিলিয়ন ডলার আয় করে। ৭৩তম একাডেমি পুরস্কার আয়োজনে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা সহ আরও তিনটি বিভাগে অস্কার জিতে নেয় ‘গ্ল্যাডিয়েটর’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন