গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

বলিউডের জনপ্রিয় ও দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন। অভিনেতা নিজেই টুইট করে জানিয়েছেন এই তথ্য।

সঞ্জয় তার টুইটারে লিখেছেন, ‘দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি। তাকে এবং ইউএই (UAE) সরকারকে অনেক ধন্যবাদ।’

২০১৯ সালে দুবাইতে দীর্ঘ দিন থাকার সুবিধার জন্য গোল্ডেন ভিসা প্রসেসিং চালু করা হয়। শুরুতে এই ভিসা শুধুমাত্র ব্যবসায়ীদের দেয়া হতো। পরবর্তীতে ডাক্তার, বিজ্ঞানী ও সমাজের বিশিষ্টজনদের জন্য এই সেবা দেয়ার সিদ্ধান্ত হয়। এই ভিসার মেয়াদ ১০ বছর। এরই সুবাদে এবার গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্ত এ বছর ঈদ উদযাপন করেছিলেন দুবাইতে। ইনস্টাগ্রামে পরিবারসহ ছবিও পোস্ট করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন