গোল্ডেন পোশাকে দিশা প্যাটানি

দিশা প্যাটানি সুশান সিং রাজপুত অভিনীত এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরির মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করিয়েছিলেন বলিউড জগতে। বিশ্ব ব্যাপী তার অসংখ্য অনুরাগী রয়েছে। এই অভিনেত্রী তার চমৎকার চেহারা ও অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন তার ভক্তদের মনে।

বলিউড জগতে প্রায় ৬ বছর যাবত তার অভিনয় এবং অভিনয়ের দক্ষতা প্রকাশ করে যাচ্ছেন। এই অভিনেত্রী বেশ কিছুদিন আগে তার ইনস্টাগ্রামে মার্শাল করা অবস্থায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ”নারী দিবসের শুভেচ্ছা”। নারী দিবসের দিন এমন একটি পোস্ট শেয়ার করে নেটিজনদের মাঝে বার্তা দিয়েছেন হয়তো প্রত্যেক নারীর উচিত নিজেকে তৈরি করা।

সম্প্রতি তিনি  চমৎকার সোনালি রঙের পোশাক পরা কিছু ছবি তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে তার লুক মেকাপ এবং সেই সাথে তার পনি করে বাধা চুল এবং ঝলমলে সোনালী রংয়ের পোশাকে তাকে যেনো অসাধারণ দেখতে লাগছে। ধারণা করা যাচ্ছে হয়তো কোনো সিনেমায় শুটিংয়ের ফাঁকে তোলা যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজনদের মাঝে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন