‘গু কাকু’-তে মোশাররফ করিম


ছবির নাম ‘গু-কাকু’। ইংরেজিতে ‘দ্য পটি আঙ্কেল’। দুই বাংলার বাঘা বাঘা অভিনেতা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ইতিমধ্যেই সামনে এসেছে সিনেমার পোস্টার।
শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তিনিই কি তবে গু-কাকু?

সে বিষয়ে এখনো মুখে খোলেননি পরিচালক মণীশ বসু। ২০২১ সালে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমা দিয়ে কলকাতায় অভিষেক হয় মোশাররফ করিমের। প্রথম সিনেমাতেই ওপার বাংলার দর্শকদের মন জয় করে নেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘গু-কাকু’ সিনেমায়।

মোশারফ করিম ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।

নব্বইয়ের দশকের একটি মফস্বল অঞ্চলের কাহিনী ছবির মূল পটভূমি। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কিভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং সেই অঞ্চলের মানুষের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, এই গল্পই উঠে আসবে এই ছবিতে। ছবিটি প্রযোজনা করেছেন জয় বি গাঙ্গুলী। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ছবির শুটিং। আর মুক্তি পাবে ২০২৩ সালে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন