অভিনয় হোক বা ফ্যাশন দুই দিক থেকেই সর্বদা চর্চায় থাকেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাঁর অসাধারণ মিষ্টি হাসিতে জয় করে নিয়েছেন অসংখ্য অনুরাগী। অনুরাগীদের চমক দিতে কখনোই মিস করেন না। সম্প্রতি এই অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে শেয়ার করলেন তার ছোট বয়সের ছবি। নিজের ছবি ক্যাপশনে লিখেছেন,”ইন্দ্রনগরকি গুন্ডি হু ম্যায়”।
অভিনেত্রীর এই ছোট বয়সের ছবির প্রতি নজর কেড়ে নিয়েছে অনেকের। ছবিটি পছন্দও করেছেন নেটিজনরা।
শীঘ্রই এই অভিনেত্রীকে পরিচালক কবীর খানের ‘৮৩’ ছবিতে রণবীরের সাথে একসঙ্গে দেখা যাবে। এ জুটির এটা হবে চার নাম্বার ছবি। এই সিনেমায় কপিল দেব ও রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন তারা। সিনেমাটি হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ এর রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দীপিকা এবং এই ছবির প্রযোজনার দায়িত্ব পালন করবেনও অভিনেত্রী দীপিকা পাডুকোন।