গাভীর নাম কিম কার্দাশিয়ান!

ভারতের প্রাণী নিয়ে কাজ করে পেটা ইন্ডিয়া (পিইটিএ) নামের একটি সংস্থা। সম্প্রতি সেই সংস্থায় সদ্য মা হওয়া একটি গাভীর নাম রাখা হয়েছে ‘কিম’। হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, অসংখ্য ভক্ত ও অনুরাগীকে উৎসাহ দেয়ায় টিভি রিয়ালিটি শো স্টার কিম কার্দিশিয়ানকে সম্মান জানাতে এই উদ্যোগ হাতে নিয়েছে পেটা। পেটা তাদের টুইটার পেজে ঘোষণাটি দেয়। দুধ বর্জিত প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে মানুষকে অনুপ্রাণিত করার জন্য
কিমকে ধন্যবাদও জানিয়েছে তারা।

আবেদনময়ী কিম কার্দাশিয়ান নিরামিষ খাবার খেতে পছন্দ করেন। তারমধ্যে ডেইরি ফ্রি ফুড অন্যতম। ইনস্টাগ্রামে প্রায়ই তিনি খাবারের ছবি শেয়ার করে থাকেন এবং ভক্তদের ডায়েট অনুসরণ করার কথা বলেন।

তারকা কিম কার্দাশিয়ানের মতো আন্তর্জাতিক তারকা তো ডায়েট অনুসরণ করেনই, ভারতীয় অনেক অভিনেত্রীরাও ডায়েট পালনে কঠোর। তারা সবাইকে ফিট থাকতে সবাইকে উৎসাহিত করেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন