গাজা সমর্থন করেন স্বরা ভাস্কর

প্যালেস্টাইনের গাজা এলাকায় ১১ মে এয়ারস্ট্রাইক চালায় ইসরাইলের বিমান বাহিনী। ঘটনাস্থলে নিহত হন ২০ জন প্যালেস্টানি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করেন স্বরা ভাস্কর।

স্বরা ভাস্কর টুইট করে লেখেন, ‘ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্র, ইসরাইল একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র।’ অভিনেত্রী সেই সাথে জুড়ে দেন হ্যাশট্যাগ আল আকসা এবং হ্যাশট্যাগ ফ্রি প্যালেস্টাইন।

স্বরার এই টুইটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য করেন ভারতের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক মজবুত, করোনার এই সময়ে ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এক জনৈক টুইট করে লেখেন, ‘ভারত সমর্থন করে ইসরাইল কিন্তু স্বরা ভাস্বর সমর্থন করেন প্যালেস্টাইন ও গাজা। প্রশ্ন এখানে কেন তিনি ভারতে বসবাস করেন ? তাকে বের করে দেওয়া হোক।

কোনো রকম মন্তব্য তোয়াক্কা না করেই স্বরা পুনরায় আরেকটি জবাবে লেখেন, ‘ভারতীয় ডানপন্থী সমর্থকরা তোমাকে সমর্থন করছে মানে ইসরাইল তুমি জেনে রাখো তুমি বেঠিক, পুরোপুরি বেঠিক।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন