বলিউড অভিনেত্রী গহর খান। বেশকিছু দিন আগে গুনজন রটেছিল এই অভিনেত্রী মা হতে চলছেন। তবে তিনি এই গুনজনকে মিথ্যা প্রমাণিত করে দিয়েছেন।
তবে সম্প্রতি জানা গিয়েছিল এই অভিনেত্রী করোনা পজিটিভ। তবে এই ব্যাপারেও তিনি অস্বীকার করেন। তার উপর অভিযোগ আসে এই ভয়াবহ মহামারিকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। লুকিয়ে রাখেন তার অসুস্থতার খবর।
অভিনেত্রী গহর খানকে নোটিশ পাঠানো হয়েছে আগামী ৬০ দিন তিনি কোনো শুটিং করতে পারবেন না। (বিএমসি)থেকে টুইট করে এই নোটিশটি পাঠানো হয়েছে।কিন্তু সেখানে কোন ব্যক্তির নাম উল্লেখ করা ছিল না।
গহর খান টুইট করে জানিয়েছেন ‘সত্যের জয় হবে’। তার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে অর্থাৎ এই অভিযোগ মিথ্যে। এফডব্লিউআইসিই-র বিবৃতি অনুযায়ী আগামী দু-মাস তিনি কোনো কাজ করতে পারবেন না।