খোলামেলা পোশাকে জ্যাকলিন ঝড়

সদ্য মুক্তি পেল সালমান খানের নতুন ছবি ‘রাধে; ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’র দ্বিতীয় আইটেম গান। খোলামেলা পোশাকে এই গানে সালমান খানের সাথে নাচ করতে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্দিজকে। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ খোলামেলা পোশাকে ঝড় তুলেছেন মঞ্চে।

‘দিল দে দিয়া’ গানটি কম্পোজ করছেন হিমেশ রেশমিয়া, কামাল খান ও পায়েল দেব। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং চালু হয়ে গেছে। সংগীতের তাল মুগ্ধ করেছে সালমান ভক্তদের। ইতিমধ্যে শেয়ার করা গানটি ৭ লক্ষ ৯ হাজার ৬০০ এর অধিক মানুষ পছন্দ করেছে।

এই সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। মাফিয়াদের হাত থেকে নিজের শহরকে মুক্ত করাই যার লক্ষ্য। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা। সালমান খান জানিয়েছেন এই ছবি ‘ওয়ান্টেড’র রিমেক নয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন