সামাজিক যোগাযোগমাধ্যমে এক্টিভ থাকেন শ্রীদেবী কন্যা খুশি কাপূর। তারকা না হয়েও অজস্র ফলোয়ার্স রয়েছে তার। এছাড়াও ইনস্টাগ্রামে ফ্যাশন ব্লগার হিসেবেও পরিচিত তিনি।
প্রায়ই ইনস্টাগ্রামে শর্ট স্কার্ট থেকে ডিসট্রেসড জিনস যেকোনো আউটফিটই ফ্যাশন ষ্টেটমেন্ট। আপাতত, নিউ ইয়র্ক এ পড়াশোনা করছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করেন তার নিত্যনতুন ছবি।
সম্প্রতি খুশি কাপূর প্রকাশ করেন হলুদ টপের সাথে ডিসট্রেসড জিনস পরা একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে সূর্যের আলো পরেছে তার শরীরে। খুশির এই ছবিটি যেনো নেটিজনদের খুব পছন্দ হয়েছে। অসংখ্য লাইক এবং কমেন্ট জমা হয়েছে।ছবিটি পোস্ট করেই খুশি নিউ ইয়ার্ক গ্রীষ্মেকে আহবান জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন,’হ্যালো সামার’। পোস্টে জাহ্নবী কাপূর লিখেছেন,’তুমি ফিরে এসে আমাকে হ্যালো বলবে কবে?’ পোস্ট কমেন্ট করেছেন অনুরাগ ক্যাশাপের মেয়ে খুশির বেস্ট ফ্রেন্ড আলিয়া ক্যাশাপ কমেন্ট করেন,’মিস করছি তোমাকে’
ফ্যাশন নিয় পড়াশোনা করছেন খুশি কাপূর। ইনস্টাগ্রাম যেনো তার প্রমাণ।