বলিউডি নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দিল্লি গেছেন ঢালিউড তারকা আজমেরী হক বাঁধন। গত ১৪ অক্টোবর বাঁধন নিজেই গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। আর সেদিন দুপুরে নির্মাতা বিশাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “বাংলাদেশের দুর্দান্ত এই অভিনেত্রীকে পেয়ে আনন্দিত।’’
বাঁধন জানান, ১০ অক্টোবর তিনি ‘খুফিয়া’ চলচ্চিত্রের জন্য দিল্লি যান, আর পরদিনই শুরু হয় শুটিং। তবে এই চলচ্চিত্রে নিজের চরিত্র প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু বলেন, “চরিত্রটি নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটুকু বলি, আমার চরিত্রটি বাংলাদেশি।’’
গত ২৬ সেপ্টেম্বর লুক টেস্টের জন্য মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, “আমার কাছে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ কারণ, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। আমার বয়স, অভিনয়ের ক্যারিয়ার — সব মিলিয়ে যে অবস্থায় আছি, সেখান থেকে নিজেকে এক্সপ্লোর করতে চাই। একরকম একজন পরিচালকের সঙ্গে কাজ করাটাও কিন্তু বড় ব্যাপার, কারণ তিনি নিজেই একজন ইনস্টিটিউট। এখানে কিভাবে কাজ হয়, সেটিও জানা হলো। পরবর্তী সময়ে এই অভিজ্ঞতা আমার কাজে আসবে।’’
থ্রিলার ঘরানার ‘খুফিয়া’ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি প্রমুখ। ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স প্রযোজিত চলচ্চিত্রটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহয়্যার’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কড়া নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কিভাবে লাপাত্তা হয়ে যান, তা নিয়েই এই চলচ্চিত্রের গল্প।
উল্লেখ্য, রাজনৈতিক গল্পের ‘খুফিয়া’ চলচ্চিত্রে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে – এমন মন্তব্য করে এর আগে অডিশনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী।