খান পরিবার যখন রাখির আর্শিবাদ বলিউড ৮ই মার্চ, সোমবার অভিনেত্রী রাখি স্যাওয়ান্ত। ‘বিগ বস রিয়ালিটি শো’ বিজয়ী হবার পর যেখানে বাকি বিজয়ীরা তার প্রিয়জনদের সাথে আনন্দে সময় পার করে আসছেন । অপরদিকে এই অভিনেত্রী রাখি স্যাওয়ান হাসপাতালে মায়ের চিকিৎসার জন্য ব্যকুল হয়ে পরে আছেন। রাখি স্যাওয়ান্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার দর্শকদের জানিয়েছেন। তার মায়ের ক্যান্সারের শেষ ধাপের চিকিৎসা চলছে। মা এখন বেহুশ আছে,কেমোথেরাপি চলছে তার।এখনও দুটো কেমো বাকি আছে।এরপর শুরু হবে ক্যান্সার অপারেশন। সেই সাথে বলিউড তারকা খান পরিবারের ভাইজান সালমান খান এবং সোহেল খানও তার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে রাখি স্যাওয়ানকে আশ্বাস দিয়েছেন। তারা সবসময় তার পাশে আছেন। এছাড়াও বলিউড তারকা সালমান খান ও বলেছেন তার মায়ের চিকিৎসার খরচ চালাতে রাখি সাওয়ান্তকে আর্থিকভাবে সহায়তা করবেন। সেই সাথে রাখি স্যাওয়ান্ত ও তার মা খান পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেটিজনদের উদ্দেশ্য একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন। অভিনেত্রী আরও বলেছেন সালমান খান এই মানুষটির সোনার হৃদয় রয়েছে। তিনি তার কাছে ফেরেশতার মতো। সে আরও বলেছে রাজার রাজা একমাত্র সালমান খান। সৃষ্টিকর্তা তাকে সমস্ত খুশি দান করুক।এবং তার মনের সমস্ত চাওয়া পাওয়া যেনো পূর্ণ হোক।