খানদের মধ্যে কম সফল সাইফ আলি খান, নিজের স্বীকারোক্তি

বলিউডে খান বলতে বরাবরই শাহরুখ, সালমান ও আমির খানের নামই ভাসে। আরেকজন খানও তো আছেন! সাইফ আলি খান। তবে বংশগত দিক থেকে এগিয়ে থাকলেও সাফল্যের দিক থেকে অন্যান্য খানের তুলনায় পিছিয়ে আছেন এই সাইফ। তিনি নিজেও তা মানেন।

ফিল্ম কম্প্যানিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করে বলেন, ‘আমাকে মানতেই হবে সালমান, শাহরুখ, আমির জন্মেছেনই অভিনেতা হতে। ওটা ওদের ছোটবেলার লক্ষ্য, দুজনের জন্য এ কথাটা একদম সত্যি তা আমি নিজেই হলফ করে বলতে পারি। সালমানের জন্য প্রযোজ্য কিনা সঠিক জানি না, তবে ওর সাফল্য তাই বলে। আমি যখন সিনেমা জগতে এলাম, তখন আমাকে লক্ষ্য স্থির করতে হবে সুপারস্টার হতে গেলে, আর না হলে মাথা ঘামিয়ে লাভ নেই। সেই সময় ভিন্ন রকমের চরিত্র এক্সপেরিমেন্টের এমন সুযোগ ছিল না, যা আজ রয়েছে।’

তিনি আরো জানান, বলিউডে তাকে সফল হতে সহায়তা করেছেন অভিনেতা অক্ষয় কুমার। ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’, ‘এ দিললাগি’, ‘টাশান’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

অভিনেতা সাইফ আলি খানকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের আলোচিত ওয়েব সিরিজ ‘তান্ডব’-এ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন