টেলিভিশন পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। তবে এবারই প্রথম বেতারে কাজ করলেন তিনি।
অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি’র খবর, সম্প্রতি বেতারের দুটি নাটকে অভিনয় করেছেন ভাবনা। এরমধ্যে একটি ‘কয়েকটি চিঠি ও একটি গরু’। বাংলাদেশ বেতারে এই নাটকটি সম্প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৩টায়।
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মণিহারা’ অবলম্বনে নির্মিত ‘এ মণিহার আমায় নাহি সাজে’ নামের অন্য একটি নাটকে অভিনয় করেছেন ভাবনা। নাটক দুটি রচনা করেছেন তারিক মনজুর। প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। ‘এ মণিহার আমায় নাহি সাজে’ প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে।
নাটক প্রসঙ্গে ভাবনা বলেন, ‘বেতারে কাজ করে নতুন অভিজ্ঞতা হলো। বেতার এখন অনেক উন্নত। কাজ করতে গিয়ে তা বুঝতে পেরেছি। নাটক দুটির গল্পও দারুণ। বেতারের দর্শকদের সঙ্গে এ নাটকের মধ্য দিয়ে যোগসূত্র শুরু হচ্ছে।’
গত মাসের শেষের দিকে এই নাটক দুটির শুটিং শেষ হয়েছে বলে জানান ভাবনা। করোনা প্রকোপের কারণে সারা দেশে লকডাউন। যে কারণে আসছে ঈদের জন্য টেলিভিশনের কোনো নাটকে এখনো কাজ করেননি ভাবনা৷