ক্ষোভ প্রকাশ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

করোনা পরিস্থিতির বহু আগেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছিল অভিনেতা নওয়াজউদ্দিনের। ইতিমধ্যে নিজের অবস্থানও পাকা করে নিয়েছেন এই প্ল্যাটফর্মে। ২০১৮ সালে নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’- এ গণেশ গাইতোন্ডের ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় অভিনেতাদের নতুন রাস্তা দেখিয়েছিলেন তিনি।

সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে বলিউডের বড় তারকাদের ওটিটি প্ল্যাটফর্মে প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছেন।

অভিনেতা মনে করেন, কিছুটা বাধ্য হয়েই তারকারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। কেননা,মহামারি করোনার কারণে বহু ছবি বড় পর্দায় মুক্তি পায় নি। শুরুতে অনেক তারকারা শখের বশে ওটিটিতে অভিনয় করেছেন। তবে এখন প্রায় সকলেরই সেখানে এসে কাজ করাকে ভালো ভাবে দেখছেন না এ অভিনেতা। তার মতে, কেন তারা আগে এই মাধ্যমে এসে কাজ করার কথা ভাবেননি।

তিনি নবাগতদের উপদেশ দিয়েছেন, বড় তারকাদের অভিনয় রীতি অনুকরণ না করতে। নওয়াজউদ্দিন মনে করেন, বলিউডের তথাকথিত তারকারা ভিতর থেকে অভিনয় করেন না।

সূত্র- আনন্দবাজার

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন