ক্রলি পরিবারের সমুদ্রযাত্রা

বিংশ শতাব্দীর শুরুতে ঐতিহাসিক পটভূমিতে ক্রলি পরিবারের গল্প নিয়ে ২০১১ সালে শুরু হয় ব্রিটিশ হিস্টোরিকাল ড্রামা সিরিজ ডাউনটন অ্যাবি। জুলিয়ান ফেলোজ নির্মিত ছয় সিজনের এই সিরিজে সপ্তম এডওয়ার্ডের শাসনকাল শেষে ব্রিটিশ সমাজে অভিজাততন্ত্রের ক্রমবিলোপ দেখানো হয়। এরপর ২০১৯ সালে সিরিজটি অবলম্বনে একই কলাকুশলীদের নিয়ে মাইকেল এংলারের পরিচালনায় ‘ডাউনটন অ্যাবি’ চলচ্চিত্র মুক্তি পায়। বক্স অফিসে সাড়াও ফেলে দেয়। এর দুই বছর পর এবার আসছে চলচ্চিত্রটির সিকুয়েল ‘ডাউনটন অ্যাবি : দ্য নিউ ইরা’। ১৫ নভেম্বর চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস ফিচারস।

ট্রেলারে দেখা যায়, ডাউনটনের বাসিন্দারা তাদের অভিজাত জীবনাচারে ফিরে গেছে। প্রথম চলচ্চিত্রে ডাউএজার কাউন্টেসের জীবনাবসানের ইঙ্গিত পাওয়া গিয়েছিলো। কিন্তু নতুন চলচ্চিত্রটির ট্রেলারে তারই দেয়া নতুন এক তথ্যের ভিত্তিতে সমুদ্র পাড়ি দিয়ে ফ্রেঞ্চ রিভিয়েরায় পৌঁছে পরিবারটি। কাউন্টেসের চরিত্রে বরাবরের মতোই অভিনয় করেছেন ম্যাগি স্মিথ।

‘ডাউনটন অ্যাবি : দ্য নিউ ইরা’ চলচ্চিত্রে নিয়মিতদের মধ্যে আরও অভিনয় করেছেন হিউ বনভিল, লরা কারমাইকেল, জিম কার্টার, ব্রেন্ডান কয়ল, মিশেল ডকেরি, কেভিন ডয়ল, জোয়ান জোয়ান ফ্রোগ্যাট, হ্যারি হ্যাডেন-প্যাটন, রবার্ট জেমস-কলিয়ার, অ্যালেন লিচ, ফিলিস লোগ্যান, এলিজাবেথ ম্যাকগভার্ন, সোফি ম্যাকশেরা, টাপেন্স মিডলটন, লেজলি নিকোল, ইমেল্ডা স্টনটন এবং পেনেলোপি উইলটন। নতুন অভিনয়শিল্পীদের মধ্যে আছেন হিউ ডান্সি, লরা হ্যাডক, নাথালি ব্যায়, ডমিনিক ওয়েস্ট আর জোনাথান য্যাকাই।

‘ডাউনটন অ্যাবি : দ্য নিউ ইরা’ চলচ্চিত্রেরও গল্পকার জুলিয়ান ফেলোজ। পরিচালনায় আছেন ‘গুডবাই ক্রিস্টোফার রবিন’ ও ‘উইম্যান ইন গোল্ড’ খ্যাত সাইমন কার্টিস। আগামী বছরের ১৮ মার্চ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন