ক্যামেরা দেখে পালিয়ে গেলেন হিনা খান!

ক্যামেরা দেখেই ছুটি পালিয়েছেন অভিনেত্রী হিনা খান এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কিন্তু কেন এই অভিনেত্রী এমন কাজ করলেন? যেখানে তারকাদের মূলমন্ত্র হলো ক্যামেরায় নিজেদের লেন্স বন্দি করা। কেননা, খবরে থাকতে কে না চায়? তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় হিনা খান যে বিপরীত সুরে গান গাইলেন। কেনোই বা তিনি মুখ ঢেকে নিজেকে আড়াল করতে চাইলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কালো রঙের টপ ও প্যান্টের সাথে কালো রঙের চশমা ও মুখে মাস্ক পরা এবং বিমানবন্দরেই তোলা হয়েছে অভিনেত্রীর এই ভিডিও। অভিনেত্রীকে দেখে পাপারাৎজিদরা এগিয়ে যান তার দিকে কিন্তু অভিনেত্রী বার বার বারণ করছিলেন তাদের। কিন্তু অভিনেত্রীর কথা ফটোগ্রাফাররা শোনেন নি। এগিয়ে যাচ্ছিলেন তার দিকে। অতপর রীতিমতো ছুটে পালালেন গাড়ির দিকে। গাড়িতে উঠে গিয়ে সকললকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন এই অভিনেত্রী। দেশে করোনার প্রকোপ বেড়ে চলেছে হয়তো এরই জন্য অভিনেত্রী দূরত্ব বজায় রাখার জন্য এমন কাজটা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে গত বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন