ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। কিন্তু দুই অভিনয়শিল্পীর কেউই এনিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এবার সম্ভবত রহস্য থেকে পর্দা উঠতে যাচ্ছে।
প্রেম আছে কিনা স্পষ্ট নয়- তবে সম্পর্ক একটা আছে। আর সেই সম্পর্ক নিয়েছে নতুন মোড়।ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ক্যাটরিনা ও ভিকি তাদের সম্পর্ক বিষয়ে স্পষ্ট ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সিনেমার মতো এই দুজনের মাঝখানেও দেয়াল হয়ে দাঁড়িয়েছে একজন। তিনি আর কেউ নন- ভিকির বাবা! পুত্রের কাজকর্মে খুশি নন বাবা। ভিকিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে আরো সর্তক হতে হবে।
এখন ক্যাটরিনা-ভিকির অফিসিয়াল ঘোষণা পাওয়ার অপেক্ষা। এর আগে ক্যাটরিনার প্রেম ছিল অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। সেই সম্পর্কের ইতি টানা হয়ে গেছে। গুঞ্জন রটেছিল- সালমান খানের সাথেও নাকি ‘চিকনি চামেলী’র সম্পর্ক ছিল। এখন ভিকির সঙ্গে তার সম্পর্কের খবর কতটা সত্য এবং সে সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে কে জানে!