১৬ জুলাই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৩৮ বছর পূর্ণ হলো। জ্যাকি শ্রফ প্রযোজিত ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় তার। তবে ‘নমস্তে লন্ডন’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান ক্যাটরিনা। কিন্তু মুক্তির আগে সিনেমাটি নিয়ে ভিন্ন ধারণা ছিল তার। তিনি ভেবেছিলেন, সিনেমাটি ডিজাস্টার হবে। শুধু তাই নয়, বিকল্প পেশার কথাও ভেবেছিলেন।
হিন্দুস্তান টাইমস-কে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ”যখন সিনেমাটি দেখি, ভীষণ ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম ক্যারিয়ার শেষ। বিপুল (অমৃতলাল শাহ, পরিচালক) আমাকে সিনেমা দেখিয়ে বলেছিলেন, “আপনি কি ভাবছেন?” আমি তাকে আর কল করিনি।’
তিনি আরো বলেন, ‘আপনি জানেন নিশ্চয়ই, কোনো পরিচালক যখন অভিনেত্রীকে কোনো সিনেমা দেখায়, তারপর তার কাছ থেকে প্রতিক্রিয়া জানাতে চায়। তখন এর পেছনে কারণটা কি থাকে? আমি বাড়িতে এসে, দরজা বন্ধ করে দিই। তাকে কলও করিনি। পরে বিপুলের সহকারীর কাছ থেকে ফোন পাই। তিনি বলেন, পরিচালক প্রতিক্রিয়া না জানতে পেরে খুব আপসেট। এরপর পরিচালককে ফোন করে বলেছিলাম, খুব সুন্দর, খুব ভালো সিনেমা। ঠিক আছে। বাই।’
এই নায়িকার মুক্তির অপেক্ষায় আছে ‘সূর্যবংশী’। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।