কোভিড আক্রান্ত ভারত কল

টলিউড পাড়ায় জনপ্রিয় অভিনেতা ভারত কল। বড় পর্দা থেকে শুরু করে টেলিভিশনের ছোট পর্দায় ও রয়েছে যার বেশ খ্যাতি। নায়ক,বাবা এবং খলনায়ক চরিত্রেও অভিনয় করেছেন।
তিনি এবং তার স্ত্রী করোনা আক্রান্ত হলে অভিনেতা নিজেই তা শেয়ার করলেন নেট মাধ্যমে।

পরিবারে তারা দুজন ছাড়া আর কেউ আক্রান্ত হননি। ভারত কল একজন ক্যান্সার যোদ্ধা। এছাড়াও তার মর্বিডিটি রয়েছে। ডাক্তারের পরামর্শ মেনেই চিকিৎসা নিয়ে চলছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন