১৮ জুলাই ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে চমকে গিয়েছে ভক্তমহল। কে এটা!
অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। নিত্য নতুন পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার এবারের শেয়ার করা ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আবার ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন অভিনেতা সোনু সুদের পুরনো ছবি কেনোই বা শেয়ার করলেন অমিতাভ। তবে এখানেই যে চমক, এটা সোনু সুদের ছবি নয়। এটা অমিতাভ বচ্চনের নিজের ছবি। বিশ্বাস করতে অবাক লাগলেও এটাই সত্যি।
অমিতাভের শেয়ার করা সাদা-কালো ছবিটিতে দেখা যাচ্ছে মাথায় পাগড়ি, গলায় হার, সরু গোফে তরুণ বয়সের অমিতাভ বচ্চন। অমিতাভের শেয়ার করা এই থ্রোব্যাক ছবিটির সঙ্গে সোনু সুদের চেহারার কিছুটা মিল রয়েছে। আর যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন। তবে ছবির শিরোনামের দিকে লক্ষ্য করলে সবারই ভুলটা ভেঙে যাবে। ছবির শিরোনামে বিগ বি লিখেছেন, ‘ছবিটি ১৯৬৯ সালের। ‘রেশমা ও শেরা’ ছবিতে এটাই আমার লুক ছিল। আমি মনোনীত হয়েছিলাম।’
অন্যদিকে, অমিতাভের শেয়ার করা এই থ্রোব্যাক ছবিটিতে ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেক তারকারও।