কেমন আছেন নাসিরউদ্দিন শাহ

৭০ বছর বয়সী অভিনেতা নাসিরউদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি আছেন তিনি।

এর আগেও একাধিকবার এই তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে, তবে তার পুরোটাই ছিল গুজব। এবার মুম্বাইয়ের একাধিক প্রথম সারির ইংরেজি সংবাদমাধ্যম এবং অনলাইনেই নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামাও নাসিরউদ্দিন শাহ’র অসুস্থতার খবর নিশ্চিত করেছে।

নাসিরউদ্দিন শাহর ব্যবস্থাপক জানিয়েছেন, ‘উনি দুই দিন ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের একটি দল তাঁর দেখভাল করছে। ফুসফুসে সংক্রমণ থাকায় হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন।’ হাসপাতালে অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী রত্না পাঠক শাহ এবং তার সন্তানেরা।

১৯৭৫ সালে ‘নিশান্ত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় নাসিরউদ্দিন শাহর। অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ এই বর্ষীয়ান তারকাকে পর্দায় দেখা গেছে ‘রাকশম’ ছবিতে। এছাড়াও তার অভিনীত ওয়েব সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’ ব্যাপক প্রশংসিত হয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন