করোনায় আক্রান্ত অভিনেত্রী দীপিকা পাডুকোনের পরিবার। দীপিকার বাবা, মা ও আনিশার করোনা পজিটিভ ধরা পরেছে। এ তথ্য প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে বলউডের জনপ্রিয় পাপরাৎজি ভাইরাল ভায়ানি এই খবর প্রকাশ্যে আনেন। দীপিকা পাডুকোনের পারিবারিক বন্ধু বিমল কুমার পিটিআইকে জানিয়েছেন, প্রায় দশ দিন আগে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ ধরা পরে। অক্সিজেন প্যারামিটার স্বাভাবিক রয়েছে দু-তিন দিনের মধ্যেই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
করোনা আক্রান্ত হওয়ার বিষয় পরিবার থেকে কোনো রকম আনুষ্ঠানিক তথ্য দেননি। রণবীর সিং এর করোনা রিপোর্ট নিয়েও কোনো আলোচনা করেননি। মুম্বাইয়ে ১৫ দিনের লকডাউন শুরু আগেই রণবীর-দীপিকা মুম্বাই থেকে বেঙ্গালুরুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মুম্বাই ছেড়ে গিয়েছিলেন দীপিকা কিন্তু করোনা কি পিছু ছাড়লো না এ নায়িকার!