‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ সম্প্রতি বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর তার অ্যানজিওপ্লাস্টি করা হয়। অ্যানিওগ্রাফি রিপোর্টে তার হার্টে ব্লকেজ ধরা পড়ে, তাই দেরি না করে ওটিতে নিতে হয়।
বর্তমানে কেমন আছেন গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক? হিন্দুস্তান টাইমস-এর তথ্য বলছে, পরিচালক আপাতত অনেকটাই সুস্থ। নিজ বাড়িতেই আছেন। কাজে ফেরার আগে চিকিৎসকেরা তাকে একটা সপ্তাহে সম্পূর্ণ ‘বেড রেস্ট’ নেয়ার পরামর্শ দিয়েছেন।
অনুরাগ ‘দোবরা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। অসুস্থতার কারণে শুটিং বন্ধ রয়েছে। এ বছর মার্চ মাসে সিনেমার কাজ শুরু হয়। এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে।