১৩ জুলাই লন্ডন থেকে মুম্বাই ফিরলেন অনিল কন্যা অভিনেত্রী সোনাম কাপুর আহুজা। প্রায় এক বছর পর এয়ারপোর্টে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সোনাম। বাবা-মেয়ের এই সুন্দর সময়টুকু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোনামের স্বামী আনন্দ আহুজা কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা। গত বছর জুলাইতে লন্ডন গিয়েছিলেন সোনাম। এরপর করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেখানেই থেকে যান সোনাম। বিয়ের পর এই প্রথম লম্বা সময় বাবা-মাকে ছেড়ে ছিলেন তিনি।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানিয়েছেন, ‘প্রত্যেক বাবা-মায়ের মতো আমি আর সুনীতাও আমাদের সন্তানদের মিস করি, যখনই তারা দূরে থাকে, অবশ্যই তাদের নিয়ে চিন্তা হয়। কিন্তু সত্যি বলছি আমরা সৌভাগ্যশালী যে টেকনোলজির যুগে আমরা বাস করছি, যখন ইচ্ছা চাইলেই তাদের সরাসরি দেখতে পাই, সেটা একটা বড় শান্তি’।
বক্স অফিসে সোনম কাপুরের শেষ ছবি অভিনীত ‘দ্য জয়া ফ্যাক্টর’, যা একেবারেই ব্যর্থ হয়। মাসখানেক আগেই নেটফ্লিক্সের সিরিজ ‘একে ভার্সেস একে’তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাকে। বর্তমানে অভিনেত্রীর হাতে রয়েছে প্রযোজক সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’।