“কুম্ভ মেলার প্রয়োজন ছিল না”

সম্প্রতি আয়োজিত কুম্ভ মেলার বিষয়ে মুখ খুললেন গায়ক সোনু নিগম। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ফের আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলছে প্রবলভাবে। কুম্ভ মেলায় উপস্থিত সাধুদের মধ্যে ইতিমধ্যে ৩০ জন সাধুর করোনা পজিটিভ ধরা পরেছে।

গত ১৮ এপ্রিল রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করলেন গায়ক সোনু নিগম। বললেন, “আর সবকিছু জানিনা একজন হিন্দু হিসেবে এটুকু বলতে পারি, এ বছর কুম্ভ মেলা হওয়ার প্রয়োজন ছিল না। ভগবানকে অশেষ ধন্যবাদ। সুবুদ্ধি এসেছে মানুষের মধ্যে আর এটিকে প্রতীকি করা হয়েছে! আমি জানি এটা অনেক মানুষেরই বিশ্বাস। কিন্তু এখন গোটা বিশ্বের যা অবস্থা, সেখানে মানুষের বেঁচে থাকাটা সবার আগে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিভিন্ন লাইভ শো বন্ধ করে দেওয়া উচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে, কোভিডবিধি মেনে পরবর্তীকালে লাইভ শো হতেই পারে, কিন্তু এখন নয়। এখন অবস্থা খুব খারাপ, তাই সবাইকে সর্তক থাকতে হবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন