কি সারপ্রাইজ উপহার দিবেন তাহসান-মিথিলা

সম্প্রতি তাহসান তার ফেসবুক পেইজে পোস্ট করে লিখেছেন, ‘This Saturday Night I have surprise for you! কি সারপ্রাইজ উপহার দিবেন তাহসান কার উদ্দেশ্যেই বা এমন পোস্ট করলেন তিনি। এ নিয়ে নানা প্রশ্ন জুড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

অপরদিকে তাহসানের করা পোস্টির ঠিক ১ঘন্টা পরেই অভিনেত্রী মিথিলা তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘ Really? Waiting for The Surprise ‘

দু’জনের এমন পোস্টে অবাক হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। সকলের মনে রহস্যের সংজ্ঞা জমা হয়েছে কি সারপ্রাইজ দিচ্ছেন এ দু’জন তা নিয়ে মতবাদের শেষ নেই।

আসছে শনিবার কি রহস্য উন্মোচন হবে তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

শহিদ আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আমি কাগজে কলমে লিখে দিচ্ছি রাফিয়াথ রশিদ মিথিলা বেহেনজি আর তাহসান ভাই ইভ্যালীর কড়া লেভেলের ব্র্যান্ডিং করার পায়তারা করতেছে। আপনারা লিখে রাখেন।’

অনেকেরই ধারণা তারা ইভ্যালির প্রমোটিং এর জন্য এমন পোস্ট করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন