কিসের দায়িত্ব পেয়ে খুশি প্রিয়াঙ্কা?

বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া। মনোনয়ন ঘোষণার দায়িত্ব পালনের পর এইবার বাফটার-মঞ্চে উপস্থাপিকার দায়িত্ব পেলেন । ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ভার্চুয়াল মঞ্চে উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করবেন। মনোনয়ন ঘোষণার সময় এই অভিনেত্রীর সাথে ছিলেন স্বামী নিক জনস। এবার তার সাথে স্ক্রিন শেয়ার করে নিবেন টম হিডলস্টন, হিউ গ্রাউন্ট চুইটেল এজিয়োফর, অ্যানা কেন্ড্রিকের মতো তারকারা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার উপর রাইজিং স্টার ক্যাটাগরির পুরষ্কার প্রেজেন্টের দায়িত্ব পরেছে।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ এর আর্দশ গৌরব পেয়েছেন সেরা অভিনেতা মনোনয়ন এবং এই সিনেমার সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে বিভাগে লেখক-পরিচালক রামিন বাহরানিও মনোনয়ন পেয়েছে।

উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত এই অভিনেত্রী । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন